শিরোনাম
ঢাকা, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের মধ্যে আরও এক শিক্ষার্থীকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি (এনআইবিপিএস) থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তৌফিককে (১৩) আজ বিকেলে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে বাসসকে জানিয়েছেন এনআইবিপিএস-এর আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, এ নিয়ে বার্ন ইনস্টিটিউট থেকে মোট ১৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখনো ১৮জন চিকিৎসাধীন আছে যার মধ্যে ১৬ জন বর্তমানে কেবিনে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসাধীন সবাই শংকামুক্ত।
উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুর ১টার দিকে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত পাইলটসহ ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।