শিরোনাম
লক্ষ্মীপুর, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি দেশের মানুষের আস্থা ও বিশ্বাস দিন দিন বেড়েই চলছে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সব রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় ঐকমত্যের সরকার গঠন করা হবে। আর সে সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপির সম্মেলনে এ কথা বলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দেশের বাইরে থেকে বিএনপিকে গাইড করেছেন, হাসিনার বিরুদ্ধে দেশের সব রাজনীতিক দল, দেশের মানুষ, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে আন্দোলন সংগ্রাম করা এতো সহজ ব্যাপার ছিল না।
তিনি বলেন, কিন্তু সেটা তারেক রহমানের নেতৃত্বে সম্ভব হয়েছিল। সামনে সঠিকভাবে যিনি বাংলাদেশের নেতৃত্বে দিতে পারবেন, তিনিই হলেন তারেক রহমান। তাই তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ পরিকল্পনায় অগ্রসর হচ্ছি।
এ্যানি বলেন, তারেক রহমান দেশে আসবেন। দেশে একটি সুন্দর নির্বাচন হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আর সেই জনগণের সরকারের প্রধান হবেন তারেক রহমান। প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন। মাটি ও মানুষের নেতা ছিলেন। গণমানুষের নেতা ছিলেন। আর সেটার প্রতিচ্ছবি তারেক রহমানের মধ্যে দেখতে পাচ্ছি। সেটা তার মধ্যে রয়েছে।
তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি এই দেশের মানুষের আস্থা-বিশ্বাস রয়েছে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ আছে এবং থাকবে।
এ্যানি বলেন, গত ১৭ বছরে দেশে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। গুম-খুন নির্যাতন হয়েছে। এসব অপকর্ম হাসিনার নেতৃত্বে হয়েছে। হাসিনার রক্তচক্ষুকে ভয় পাইনি। বারবার জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছি। তারপরও হাসিনার কাছে মাথানত করেননি। তাই হাসিনা যে কাজগুলো করেছে, সেটা বিএনপি করতে পারে না।
তিনি বলেন, আমাদের চিরদিন মনে রাখতে হবে ফ্যাসিস্ট হাসিনার কথা, তার কর্মকাণ্ড ভোলা যাবে না। ৫ তারিখের পরে তারেক রহমান যে জিয়ার স্বপ্নটাকে লালন করেন, খালেদা জিয়ার আপোষহীন স্টাইলে যে কাজটা করার চিন্তা করেন সেই কাজটাতে হাত দিয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া।
এতে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ বি এম আশ্রাফ উদ্দিন নিজান, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ হারুন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, যুগ্ম আহ্বায়ক এড. হাছিবুর রহমান হাছিব।