শিরোনাম
ঢাকা, ২৭ আগস্ট ২০২৫ (বাসস): বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'কে সুসংগঠিত করার লক্ষ্যে আজ ২৭ আগস্ট বুধবার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। প্রধান বক্তার বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক( কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
সম্মেলন উদ্বোধন করেন বিএনপি’র কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম ও সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মো. মোস্তাক মিয়া।
সম্মেলনে বরকত উল্লাহ বুলু বলেন, যারা ভোট বানচাল করতে চান, তারা আরেক দেশের এজেন্ট। তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে না।
কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কামরুল হুদার সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. শাহআলম রাজু সম্মেলন সঞ্চালনা করেন।