বাসস
  ২৭ আগস্ট ২০২৫, ১১:১৫
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১১:৩৭

বিএনপির উদ্যোগে রাজধানীর তুরাগের শুক্রভাঙ্গায় জনগণের ভাবনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

তুরাগ থানার শুক্রভাঙ্গা এলাকায় জনগণের ভাবনা ও মতবিনিময় সভা । ছবি :বাসস

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : বিএনপির উদ্যোগে রাজধানীর তুরাগ থানার শুক্রভাঙ্গা এলাকায় জনগণের ভাবনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গতকাল এ সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা। সঞ্চালনা করেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মো. জহিরুল ইসলাম। সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহসান হাবীব।

সভায় আগত স্থানীয়রা তারেক রহমানের ঘোষিত ৩১ দফাকে স্বাগত জানায় এবং তা আরও বেশি করে প্রচারের আহ্বান জানায়।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।