বাসস
  ২৭ আগস্ট ২০২৫, ০০:২৮

রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব

ছবি : বাসস

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, দেশের অর্থনীতিতে রাবার শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 

তিনি বলেন, রাবার শিল্প বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের চাহিদা পূরণ করে। এই শিল্পের উন্নয়নে রাবার চাষিদের ভূমিকা অনন্য। সচিব আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে লিজকৃত রাবার বাগান নবায়ন বিষয়ে জটিলতা নিরসনে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সালেহ আহমেদ বলেন, উন্নত মানের রাবার বিদেশে রপ্তানি হয় এবং দেশে বিভিন্ন শিল্প যেমন মোটরগাড়ি, চিকিৎসা ও খাদ্য উৎপাদনে ব্যবহৃত হয়। রাবার গাছ চাষের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ও পরিবেশের উন্নতি হয়, যা একটি গুরুত্বপূর্ণ অর্থকরী সম্পদ।

সভায় জানানো হয়, বান্দরবান পার্বত্য জেলায় ৪৩ হাজার ৭০০ একর জায়গায় ১ হাজার ৪০৭টি রাবার প্লট এবং ৪৬১টি হর্টিকালচার প্লট রয়েছে। রাবার গাছের জীবনচক্র অনুযায়ী বাগান ৪০ বছরের জন্য ইজারা দেয়া হয়। ১৯৭৭-৭৮ সাল হতে রাবার বাগান, হর্টিকালচারের জন্য প্লট লিজ দেয়ার কার্যক্রম শুরু হয়। 

বান্দরবান পার্বত্য জেলায় রাবার, হর্টিকালচার বাগান করার নিমিত্তে সে সময় হতে প্রতি একর তিন হাজার টাকা হারে ২৫ একর জমির সালামি ৭৫ হাজার টাকা ধার্য করে ইজারা প্রদান করা হয়। বর্তমানে উক্ত প্রতি ২৫ একর প্লটের জন্য লিজ নবায়নের ফি ৭ লাখ ৫০ হাজার টাকা এবং লিজ নবায়নের চুক্তির মেয়াদ ৪০ বছর করার বোর্ড সভায় সিদ্ধান্ত গ্রহণের প্রস্তাব করে।

সার্বিক বিষয় বিবেচনায় করণীয় সম্পর্কে ভূমি সচিবের নির্দেশে একটি কমিটি গঠন করা হয়। কমিটি সরেজমিনে পরিদর্শন করে সিদ্ধান্ত গ্রহণ করবে।

সভায় ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শরিফুল ইসলাম, রাবার বোর্ডের চেয়ারম্যান মো. খায়রুল ইসলামসহ ভূমি, বাণিজ্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।