শিরোনাম
ঢাকা, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস): ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে। সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. বিলাল হোসাইন।
ডিএমপির মিরপুর বিভাগের অধীনে পরিচালিত স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মাদক, মোবাইল ছিনতাই, চুরি, অসামাজিক কাজে জড়িত থাকার অপরাধে ২৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে।
মঙ্গলবার মিরপুর মডেল, দারুসসালাম, কাফরুল, ভাষানটেক, রূপনগর, শাহআলী এবং পল্লবী থানা পুলিশের অভিযানের ভিত্তিতে উক্ত আসামিদের বিরুদ্ধে ১৬টি মামলায় বিভিন্ন অভিযোগে অপরাধের ধরন অনুযায়ী সাজা দেয়া হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।