শিরোনাম
ঢাকা, ২৬ আগস্ট, ২০২৫ : বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ মঙ্গলবার যশোরে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান-এ অনুষ্ঠিত হয়েছে।
চূড়ান্ত খেলায় বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক দল ৩-০ সেটে বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে ঘাঁটিতে কর্মরত বিমান বাহিনীর সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৪ আগস্ট কমান্ড্যান্ট বাংলাদেশ বিমানবাহিনী একাডেমি এয়ার কমডোর শাহ কাওছার আহমদ চৌধুরী প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উল্লেখ্য, ৩ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমানবাহিনীর ৭টি দল অংশগ্রহণ করে।