বাসস
  ২৬ আগস্ট ২০২৫, ২০:০৬

হত্যা মামলায় সাবেক মেয়র তাপসের সহযোগী টুটুল রিমান্ডে

সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ সহযোগী মোস্তাফিজুর রহমান টুটু। ছবি : সংগৃহীত

ঢাকা, ২৬ আগস্ট,  ২০২৫ (বাসস):  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ধানমন্ডি  এলাকায় আব্দুল্লা সিদ্দিক হত্যা মামলায় সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ সহযোগী মোস্তাফিজুর রহমান টুটুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি  আদালত।

টুটুলকে আজ ঢাকার চিফ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমাণ্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াহাব তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল সোমবার (২৬ আগস্ট) দিবাগত রাত  ১ টা ৫০ মিনিটে রাজধানী বাড্ডা এলাকা থেকে টুটুলকে গ্রেফতার করে সিআইডি।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট ধানমন্ডির জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় আন্দোলনে অংশ নেন আব্দুল্লা সিদ্দিক। বিকাল ৩টা ৪৫ মিনিটে তিনি আসামিদের ছোঁড়া গুলিতে আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ফাইয়াজ আহমেদ রাতুল ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন।