শিরোনাম
ঢাকা, ২২ আগস্ট, ২০২৫ (বাসস): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্মূলে মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেফতার রমনা ট্রাফিক বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) শচীন মৌলিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
খাগড়াছড়ি থেকে গ্রেফতার শচীন মৌলিককে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তকারী কর্মকর্তা মুহাম্মদ আলমগীর সরকার তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.সেফাতুল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) খাগড়াছড়ির মহালছড়ি থেকে ডিবি পুলিশের সদস্যরা শচীন মৌলিককে আটক করে। তিনি খাগড়াছড়ির মহালছড়ি-৬ এপিবিএনে অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে সংযুক্ত ছিলেন।
আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন,২০২৪ সালের ৪ আগস্ট তেজগাঁও থানাধীন ফার্মগেটে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে বাবুল টাওয়ারের সামনে এবং ফার্মগেট আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে ফুটওভার ব্রিজের নিচে পাকা রাস্তার উপর ও কারওয়ান পর্যন্ত এবং আশপাশ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিরীহ ছাত্র জনতার উপর শচীন মৌলিক মরণাস্ত্র ব্যবহার করে মানবতাবিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত মর্মে প্রাথমিকভাবে তথ্য প্রমাণ পাওয়া যায়। যা ধারায় মানবতা বিরোধী অপরাধ।