বাসস
  ১৪ আগস্ট ২০২৫, ১১:৩০
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১১:৪১

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউজ্জামান বাবু। ছবি: সংগৃহীত

রংপুর, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস) : রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউজ্জামান বাবুকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ।

মঙ্গলবার রাত ১টার দিকে নগরীর ইঞ্জিনিয়ার পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আতাউজ্জামান বাবুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে বেশকিছু গুরুতর অভিযোগ উঠেছে। এসব মামলার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। পুলিশের কঠোর নজরদারির মধ্যে অভিযানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

আতাউজ্জামান বাবুর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

বর্তমানে আতাউজ্জামান বাবুকে কোতোয়ালি থানায় রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান রয়েছে।