শিরোনাম
ঢাকা, ১০ আগস্ট, ২০২৫(বাসস): চব্বিশের গণঅভ্যুত্থানে আহত, ক্যান্সার আক্রান্ত রোগী ও অসুস্থ অসহায় ব্যক্তিদের চিকিৎসা সহায়তা দেবে ‘আমরা বিএনপি পরিবার’।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় রোববার বিকেল ৩ টায় এই মানবিক সহায়তা দেওয়া হবে।
অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-বিএনপি মিডিয়া সেল-এর আহবায়ক অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল।
এছাড়া ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন সংগঠনটির উপদেষ্টা, সদস্য সচিব, অন্যান্য সদস্য ও বিএনপি’র নেতারা।
গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এসব তথ্য জানিয়েছেন।