শিরোনাম
ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে আশুলিয়া থানাধীন এলাকায় বিএনপি কর্মী মামুন খন্দকারকে হত্যা মামলায় ধানমন্ডি জোনের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ হিল কাফি ও জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আরাফাত হোসেনের দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
আজ তাদের কারাগার থেকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের দুই দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক মো. মাহমুদুল হাসান।শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, ভিকটিম মামুন বিএনপির রাজনীতির সাথে জড়িত। গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়া বাইপাইল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে আসামিদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন প্রথমে তাকে হাবিব ক্লিনিক ও পরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তী সময়ে ডাক্তারের পরামর্শে গণস্বাস্থ্য থেকে নিউরোসাইন্স হাসপাতালের দিকে রওনা হলে মহাসড়কে আসামিরা অ্যাম্বুলেন্স আটকিয়ে দেয়। ফলে তাকে সাভারের এনাম মেডিকেলে ভর্তি হতে বাধ্য করা হয়। ভিকটিম লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ৭ আগস্ট তার মৃত্যু হয়। ওই ঘটনায় গত ২২ আগস্ট ভিকটিমের স্ত্রী ঢাকার আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
গত বছরের ২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আব্দুল্লাহ হিল কাফিকে গ্রেফতার করা হয়। গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর আফতাবনগর এলাকা থেকে আরাফাত হোসেনকে গ্রেফতার করে র্যাব।