শিরোনাম
দিনাজপুর, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : দিনাজপুর বিরল পৌর সভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার রহমান সিদ্দিকী সাগরসহ ৭ জনকে নাশকতার মামলায় আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আজ রোববার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মি. জয় কিশোর নাথ এর আদালতে জেলার বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার রহমান সিদ্দিকী সাগরসহ ৭ আওয়ামী লীগ নেতা-কর্মী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম জানা, বিরল থানায় দায়েরকৃত নাশকতা মামলার আসামীরা আজ রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিনের আবেদন নামঞ্জুর করেন।
আসামীরা হলেন বিরল উপজেলা আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন (৫৭), মারুফ হোসেন (৩৫), মহসীন আলী (৪৫), মোজাফফর হোসেন (৪৮), সাজ্জাদ হোসেন (৪২) ও শফিকুল ইসলাম (৩৮)।
বিচারকের আদেশে আজ রোববার বিকেলে আসামিদের করা পাহারায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিরল থানার ওসি পরিদর্শক মো. আব্দুস সবুর জানান, বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার রহমান সিদ্দিকী সাগরসহ তার সহযোগী আসামিদের বিরুদ্ধে গত বছর ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার অভিযোগে থানায় মামলা রয়েছে। মামলায় আসামীরা গত জুন মাসে হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের জন্য ডাইরেক্টশন আদেশ পেয়েছিলেন। তারা আজ রোববার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।