বাসস
  ০৭ জুলাই ২০২৫, ২২:১০

রাজধানীর শ্যামপুরে আওয়ামী লীগের তিন নেতা-কর্মী গ্রেফতার

ছবি : ডিএমপি

ঢাকা, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : সরকার বিরোধী মিছিলে অংশ নেয়ার সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে রাজধানীর শ্যামপুর থানা-পুলিশ। জুরাইন সালাহ উদ্দিন পেট্রোল পাম্পের সামনে মাওয়া-ঢাকাগামী এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা হলো-  মো. নাইমুর রহমান (২২), হারুন (২৪) ও আলামিন মোল্লা (২০)।

শ্যামপুর থানা সূত্রে জানা যায়, সোমবার ভোর পৌনে ৬ টার দিকে জুরাইন সালাহ উদ্দিন পেট্রোল পাম্পের সামনে মাওয়া-ঢাকাগামী এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারের ওপর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ২৫/৩০ জন লোক সরকার বিরোধী মিছিল করতে থাকে। খবর পেয়ে রাত্রিকালীন হোন্ডা মোবাইল ও স্পেশাল ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্স সেখানে পৌঁছায়।

এসময় ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করা হয় এবং অন্যান্যরা দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।