শিরোনাম
ঢাকা, ৭ জুলাই, ২০২৫ (বাসস): সম্পদ বিবরণীর হিসাব দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আনা এক মামলায় খালাস পেয়েছেন হানিফ পরিবহনের মালিক হানিফ মিয়া।
আজ ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলম এই রায় ঘোষণা করেন। রায়ে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেন আদালত।
হানিফ মিয়ার পক্ষের আইনজীবী বোরহান উদ্দিন বাসসকে নিশ্চিত করেছেন। সম্পদের হিসাব জমা না দেওয়ার অভিযোগে ২০২১ সালের ৪ এপ্রিল দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক আবু বকর সিদ্দিক বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি দুদকের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এরপর আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালীন সময়ে আদালত সাতজন সাক্ষ্য প্রদান করেন।