শিরোনাম
বগুড়া, ৬ জুলাই, ২০২৫ (বাসস) : বগুড়ায় সন্ত্রাসীদের হাতে খুন হওয়া যুবদল কর্মী ইমরান শেখের পরিবারকে সার্বিক সহায়তা দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ইমরানের পরিবারকে গতকাল আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতি মাসেই তার পরিবারকে এই সহযোগিতা করা হচ্ছে।
২০১৩ সালের ২ ডিসেম্বর বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকায় যুবদল কর্মী ইমরান শেখকে (২৯) তৎকালীন বগুড়া শীর্ষ সন্ত্রাসী মতিন সরকারের নেতৃত্বে তার বাহিনী নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।
এ সময় সন্ত্রাসীরা ইমরানের বড় ভাই হিলু শেখকেও (৩৫) কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়।
ঘটনার পর থেকে অসহায় হয়ে পড়ে ওই পরিবারটি। ইমরানের মেয়ে মরিয়ম আক্তার মীম বগুড়ার মহিলা কলেজে বাংলা বিষয়ে অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন। তার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন তারেক রহমান।
ইমরান নিহত হওয়ার পর থেকেই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়া জেলা যুবদল তার পরিবারের পাশে দাঁড়িয়েছে। এমনকি নিহত ইমরানের মেয়ের পড়াশোনার ব্যয়ও বহন করেন তারেক রহমান।
এরই ধারাবাহিকতায় গতকাল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালুর উপস্থিতিতে পরিবারের কাছে সহায়তা পৌঁছে দেন স্থানীয় যুবদলের নেতৃবৃন্দসহ বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বিএনপি মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।