বাসস
  ০৪ জুলাই ২০২৫, ১৫:৫৮

জুলাই-আগস্টে আল্লাহ আমাদের সাহায্য করেছেন: ড. মাসুদ

ছবি : বাসস

পটুয়াখালী, ৪ জুলাই, ২০২৫ (বাসস) : জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ২৪ সালের জুলাই-আগস্টে আল্লাহ আমাদের সাহায্য করেছেন। আল্লাহ মুক্তির পথ তৈরি করে দিয়েছেন।

আজ সকালে জেলার বাউফল উপজেলার বগা বন্দরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র কমিটি প্রশিক্ষণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. মাসুদ এ কথা বলেন।  

ড. মাসুদ বলেন, আওয়ামী লীগ ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার টার্গেট করেও থাকতে পারেনি। একটা পরিবারতন্ত্র বা মানুষের তৈরি মতবাদের নেতা কতটা স্বার্থপর হতে পারে তার আর কি দেখার বাকি আছে আপনাদের। সে পালানোর তিনদিন আগে তার পরিবারে সবাইকে জানিয়ে দিয়েছে যে, তোমরা পালিয়ে চলে যাও, আমরা আর টিকতে পারবো না। কিন্তু তার দলের সেক্রেটারিকেও পর্যন্ত জানায় নাই। যে পুলিশের ওপর সে নির্ভর করছে সেই পুলিশ র‌্যাবকে পর্যন্ত জানায় নাই। তার পরিবার এবং কয়েকটা সুটকেস ছাড়া আর কিছু নিয়ে যায় নাই। যে পরিবারতন্ত্রের নেতারা তার সুটকেস ও পরিবারের লোকজন ছাড়া অন্য কিছু ভাবে না, সেই পরিবারতন্ত্র বাংলাদেশ কিংবা এই বাউফলে মানুষ আর বাছাই করবে না।

নিজ নির্বাচনী এলাকার বিষয়ে জামায়াত নেতা ড. মাসুদ বলেন, আল্লাহর আইনের ভিত্তিতে ইসলামের পক্ষের এমপি চায় জামায়াতে ইসলামী। তিনি বলেন- একমাত্র আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছাড়া এ রকম প্রকাশ্যে বিগত ১৭ বছরে কোন মানুষ, কোন রাজনৈতিক দল এই বগা এলাকায় কোন ধরনের সভা সমাবেশ করার সুযোগ পায় নাই।

আল্লাহ তায়ালার একান্ত অনুগ্রহে আমরা জনগণের কল্যাণে আমাদের কার্যক্রম চালিয়ে গেছি। এই বাউফলের তরুণ-যুবকদের জন্য আত্ম-কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করে গেছি। 

তিনি বলেন, করোনাভাইরাসের মহামারির সময় অনেকের চাকরি চলে গিয়েছিল, ব্যাবসা-বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছিল। তখন আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। কর্মসংস্থানের জন্য আমরা গবাদি পশু কিনে দিয়েছি, কৃষক ভাইদের জন্য কৃষি উপকরণ দিয়েছি। টেকনিক্যাল উপকরণ দিয়েছি। আমাদের মা-বোনদেরকে সেলাই প্রশিক্ষণ দিয়ে অসচ্ছলদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছি। শীতকালে শীত বস্ত্র বিতরণ করেছি। ওই সময় ওইসব বিতরণ করলে পুলিশ হয়তো আমাদের গ্রেফতার করবে, এটা জানার পরেও বিগত ১৭ বছরে আপনাদের থেকে আমরা বিচ্ছিন্ন থাকিনি। 

মাসুদ বলেন, নদী বিধৌত এই বাউফলের বিভিন্ন সময়ের ঝড়-বন্যা, জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রীসহ নগদ অর্থ সাহায্য দিয়ে পাশে থেকেছি। তাদের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য কাজ করেছি। আমরা হিন্দু সম্প্রদায়ের জন্য এই বগা এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন উপকরণসহ সহায়তা প্রদান করেছি। ইসলামের ভিত্তিতে আমরা সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠান শেষে তিনি জুলাই বিপ্লব স্মরণে স্থানীয় বগা ইউনিয়নের তরুন-যুবক ও ছাত্রদের মধ্যে জার্সি বিতরণ করেন।

জামায়াতে ইসলামীর বাউফলের বগা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মু. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ সভায় জামায়াতের উপজেলা আমির মাওলানা মো. ইসহাক মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মু. রফিকুল ইসলাম ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুদ দাঈয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।