বাসস
  ০৩ জুলাই ২০২৫, ১৬:৩০

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২,১০৬ মামলা

ঢাকা, ৩ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ১০৬টি মামলা করেছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ।

এছাড়াও অভিযানকালে ৩৮১টি গাড়ি ডাম্পিং ও ১০৮টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

ডিএমপি’র ট্রাফিক বিভাগ গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে। 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপি’র ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।