বাসস
  ০৩ জুলাই ২০২৫, ১১:৪৩
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৫:৩৮

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করবে বিএনপি

ঢাকা, ৩ জুলাই, ২০২৫ (বাসস): দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ বিকেলে জরুরি সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দুপুর ১টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপি’র সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানিয়েছেন, সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে, গত সোমবারেও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি জরুরি সংবাদ সম্মেলন করেছিল বিএনপি।