বাসস
  ০৩ জুলাই ২০২৫, ১০:৪৭

সিরাজগঞ্জের সলঙ্গায় ‘প্রতিবন্ধীদের’ মাঝে হুইল চেয়ার বিতরণ

ছবি: বিএনপি মিডিয়া সেল

সিরাজগঞ্জ, ৩ জুলাই, ২০২৫ (বাসস): জেলার সলঙ্গা বাজার মাদ্রাসা মোড়ে ‘প্রতিবন্ধীদের’ মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন বিএনপি ঘোষিত পুলিশের সংস্কার কমিটির সদস্য সচিব, পুলিশের সাবেক ডিআইজি খান সাঈদ হাসান।

এ উপলক্ষে গতকাল আয়োজিত অনুষ্ঠানে সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহবুবুর রহমান ছোটন, শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বাবু, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি জিএম বাদল।

সলঙ্গা থানা শ্রমিকদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন যুব রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের সাবেক প্রধান মাসুদুর রহমান বাপ্পি, বিএনপি নেতা আজাদ হোসেন, গোলাম আম্বিয়া, শামীম হোসেন, তৌহিদুল ইসলাম, আমিরুল ইসলাম, কাবলু মিয়া, সজীব চৌধুরী, সুলতান মাহমুদ,  মাহফুজুর রহমান খসরু, আব্দুল লতিফ, খান মাসুদুর রহমান মাসুম, সাইদুর রহমান, রনি চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এরপর খান সাঈদ হাসান স্থানীয় বিএনপি অফিসে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।