শিরোনাম
ঢাকা, ২ জুলাই ২০২৫ (বাসস) : উপকূলীয় বন বিভাগ, চট্টগ্রামের সদর রেঞ্জের কাট্টলী বিটের আওতাধীন তুলাতলী মৌজায় এক বিশাল উচ্ছেদ অভিযান চালিয়ে বিএস ১ নম্বর খতিয়ানভুক্ত ৪৯৪ নম্বর দাগে কোহিনুর শিপইয়ার্ড কর্তৃক দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা ১১৩ দশমিক ৬৩ একর সরকারি বনভূমি পুনরুদ্ধার করেছে।
আজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অভিযানের নেতৃত্ব দেন সহকারী বন সংরক্ষক, সদর। অংশগ্রহণ করেন উপকূলীয় বন বিভাগের সদর, সীতাকুণ্ড ও মীরসরাই রেঞ্জের ৩০ জন কর্মকর্তা-কর্মচারী। সহযোগিতায় ছিলেন সীতাকুণ্ড উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বিদ্যুৎ বিভাগের শতাধিক কর্মকর্তা-কর্মচারী।
অভিযানে অবৈধভাবে নির্মিত একটি দুই তলা ভবনসহ একাধিক স্থাপনা সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেয়া হয়। পাশাপাশি, দখলকৃত বনভূমিতে দুইটি গেটসহ সকল কাঠামো উচ্ছেদ করা হয়।
উদ্ধারকৃত জমিতে তাৎক্ষণিকভাবে বন বিভাগ ১ হাজার ২০০টি বনজ চারা রোপণ করে—যার মধ্যে রয়েছে ৬০০টি ঝাউ, ৪০০টি করমজা ও ২০০টি হিজল চারা। দিনব্যাপী এই অভিযান সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সফলভাবে শেষ হয়।