বাসস
  ০২ জুলাই ২০২৫, ২১:২৩

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: ৭ জেলের সবাইকে জীবিত উদ্ধার 

ছবি: বাসস

পটুয়াখালী, ২ জুলাই, ২০২৫ (বাসস): জেলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে সাত জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে, সাত জেলের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার বিকেলে কুয়াকাটা টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ  এবং স্থানীয় জেলেদের সহযোগিতায় সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উদ্ধারকৃতরা বর্তমানে বাসায় অবস্থান করছেন। 

উদ্ধার হওয়া জেলেরা হচ্ছেন- মাহবুব মাঝি (৩২), মামুন (৩২), হাসান (৩৫), তানজিল (২৮), ইসমাইল (৩০), তানিম (২১) ও মোস্তফা (৫২)। 

তারা কুয়াকাটা ও তার আশপাশের বাসিন্দা। তবে তানিমের বাড়ি বরগুনার তালতলী উপজেলায়। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান এ খবর নিশ্চিত করেন। 

বুধবার সকালে এরা নম্বরবিহীন একটি ট্রলারে মাছ শিকারে রওয়ানা হন। উত্তাল ঢেউয়ের তোড়ে প্রায় ৩০ কিলোমিটার যাওয়ার পর ট্রলারটি ডুবে যায়। 

ট্রলারে মাঝি মাহবুব জানান, ট্রলারটি ডোবার পরে একটি কন্টেইনার নিয়ে দু’জনে ভাসতে থাকেন। একটি ট্রলার তাদের দুইজনকে প্রায় তিনঘন্টা পরে উদ্ধার করেন। 

পরে আরো দুই ঘণ্টা পরে পুলিশ গিয়ে বাকিদেরসহ ট্রলারটিও উদ্ধার করা হয়।