বাসস
  ০২ জুলাই ২০২৫, ১৮:০৯

৪০টি চৌকি আদালতে ৭১টি ডেস্কটপ কম্পিউটার সরবরাহ

ঢাকা, ২ জুলাই, ২০২৫ (বাসস) : দেশের বিভিন্ন দুর্গম অঞ্চলে অবস্থিত চৌকি আদালতসমূহে আগত বিচার প্রার্থীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতকরণ ও সক্ষমতা বৃদ্ধিতে অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে ৪০টি চৌকি আদালতের এজলাস ও দপ্তরে ব্যবহারের জন্য মোট ৭১টি ডেস্কটপ কম্পিউটার সরবরাহ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেয়া আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দেশের মোট ২৩টি জেলায় বর্তমানে মোট ৪০টি চৌকি আদালতে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। অপেক্ষাকৃত দুর্গম অঞ্চলে অবস্থিত উক্ত চৌকি আদালতসমূহে দেওয়ানী ও ফৌজদারি আদালতের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ সব আদালতে সিনিয়র সহকারী জজ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, যুগ্ম জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তাগণ কর্মরত আছেন। প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী সুপ্রিম কোর্ট কর্তৃক সরবরাহকৃত কম্পিউটারসমূহ সারা দেশের চৌকি আদালতসমূহের কার্যক্রমে গতিশীলতার সঞ্চার করবে।’

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গত ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে দেশের আদালতসমূহের বিচার কার্যে গতিশীলতা আনার লক্ষ্যে সুপ্রিম কোর্টের পক্ষ হতে জেলা আদালতসমূহে এ পর্যন্ত মোট ৪০০টি ডেস্কটপ কম্পিউটার সরবরাহ করা হয়েছে।

এছাড়া এ সময়ে দেশের ১২০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে সুপ্রিম কোর্ট কর্তৃক ল্যাপটপ কম্পিউটার প্রদান করা হয়েছে।