শিরোনাম
ঢাকা, ১ জুলাই, ২০২৫ (বাসস) : অসচ্ছল বিচারপ্রার্থীদের ২৬৫ কোটি ৭৬ লাখ ৪২ হাজার ৮২৯ টাকা ক্ষতিপূরণ আদায় করে দিয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে সম্প্রতি এ তথ্য প্রকাশ করা হয়।
২০০৯ সাল থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়, সংস্থার অধীনে দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৫৯ কোটি ১৩ লাখ ১৬ হাজার ৬১৪ টাকা এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৬ কোটি ৬৩ লাখ ২৬ হাজার ২১৫ টাকা অসচ্ছল বিচারপ্রার্থীদের ক্ষতিপূরণ আদায় করে দেয়া হয়েছে।
দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচায় এ সেবা দেয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।