বাসস
  ০১ জুলাই ২০২৫, ১৪:২৯

আবু সাঈদের কবর থেকে বাংলাদেশ বিনির্মাণের শক্তি পাই : আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র সদস্য সচিব আখতার হোসেন । ফাইল ছবি

ঢাকা, ১ জুলাই, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আবু সাঈদের সমাধি এমন এক জায়গা, যেখান থেকে বাংলাদেশ গঠনের শক্তি পাই। আবু সাঈদের কবর এমন এক জায়গা, যেখানে আমাদের শোকের সমাপ্তি ঘটে। আবু সাঈদের কবর এমন এক জায়গা, যেখান থেকে আমরা গোটা বাংলাদেশ বিনির্মাণের শক্তি পাই। 

তিনি আরো বলেন, আবু সাঈদের কবরের মাটি ছুঁয়ে শপথ করছি, যতদিন পর্যন্ত না বাংলাদেশে সামাজিক ন্যায়বিচার, সাম্য ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে।

মঙ্গলবার (১ জুলাই) শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব মন্তব্য করেন।

আখতার বলেন, হাজারো মানুষের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। সেই নতুন বাংলাদেশ গড়তে অবশ্যই পুরনো কাঠামো ভেঙে নতুন বন্দোবস্ত বাস্তবায়ন করতে হবে। যারা গণহত্যা চালিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সঙ্গে পুরনো মুজিববাদী সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, সেই দেশ গড়তে জুলাইজুড়ে ‘জুলাই পদযাত্রা’ শুরু করেছি আমরা।