বাসস
  ২৮ জুন ২০২৫, ১৭:৪৮

কোরআনের শাসন চালু না হওয়া পর্যন্ত জামায়াতের বিশ্রামের সুযোগ নেই: কেন্দ্রীয় নায়েবে আমির 

ছবি : বাসস

সাভার, ২৮ জুন, ২০২৫ (বাসস): বাংলাদেশে যতদিন পর্যন্ত কোরআনের শাসন চালু না হচ্ছে ততদিন জামায়াতের কোন বিশ্রামের সুযোগ নেই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। 

তিনি আজ শনিবার সাভারের পার্বতীনগর এলাকায় একটি কমিউনিটি সেন্টারে ঢাকা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন পর্যায়ের ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আয়োজিত এক সম্মেলনে এ কথা জানান। 

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে বিনা বিচারে জামায়েত নেতা কর্মীদের নিধন করেছে, তাদের বিচার এই বাংলার মাটিতে হবে।

সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন ও  জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম।