শিরোনাম

ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে চারটি আলাদা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
রংপুরের গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া খাদ্য গুদামে কৃষকদের পরিবর্তে সিন্ডিকেটভুক্ত ব্যবসায়ীদের কাছ থেকে নিম্নমানের ধান ও চাল সংগ্রহের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের অপচয় এবং অনিয়মের অভিযোগে অভিযানটি পরিচালনা করে দুদকের সমন্বিত জেলা কার্যালয়।
এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে ৫টি খাদ্য গুদাম সরেজমিনে পরিদর্শন করা হয়। অভিযানে গুদামে সংরক্ষিত ধান ও চালের বস্তার ওজন, মান এবং বাস্তব মজুদ দৈবচয়ন পদ্ধতিতে যাচাই করা হয়।
অন্যদিকে, গাজীপুরের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের আঞ্চলিক অফিসের আওতাধীন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ প্রদান ও অর্থ আদায়ের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ভোগড়া বাইপাসসহ বিভিন্ন এলাকায় এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।
অভিযানে আনুমানিক ১শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।
এছাড়াও পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করে দুদক।
প্রাথমিক পর্যালোচনায় রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান নিম্নমানের, পরীক্ষাগারে সীমিত পরীক্ষা কার্যক্রম এবং হাসপাতালের পরিবেশ অপরিচ্ছন্ন থাকার তথ্য পাওয়া যায়।
এছাড়া, সরকারি ক্রয়ে আর্থিক ক্ষতিসাধনের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম সোনালী ব্যাংকের একটি স্থানীয় কার্যালয়ে অভিযান পরিচালনা করে। এসময় অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
দুদক জানায়, সকল অভিযানে সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণ শেষে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।