বাসস
  ২৮ মে ২০২৫, ১৮:২৪

নয়াপল্টন ও আশপাশের এলাকা তারুণ্যের সমুদ্র

ঢাকা, ২৮ মে, ২০২৫ (বাসস): বিএনপির তিন সংগঠনের তারুণ্যের সমাবেশকে ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকা তারুণ্যের সমুদ্রে পরিণত হয়েছে।

ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এ সমাবেশ। ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শিরোনামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  নয়াপল্টন থেকে কাকরাইল, বিজয়নগর, পুরানা পল্টন, শান্তিনগর, মালিবাগ মোড়, আরামবাগ ছাড়িয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে সমাবেশ লোকারণ্য হয়ে পড়ে।

তরুণ ও ছাত্রদের হাতে দলীয় পতাকা, ব্যানার ফেস্টুন শোভা পায়। কেউ কেউ নেচে গেয়ে স্লোগানে স্লোগানে কর্মসূচিতে প্রাণচাঞ্চল্য যোগ করেছেন।

সমাবেশের নিরাপত্তা নিশ্চিতে নয়াপল্টন ও আশেপাশের এলাকায় মোতায়ন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।

রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকাল সাড়ে তিনটার পর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশে নেতৃবৃন্দ বক্তৃতা শুরু করেন। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তরুণ প্রজন্মের উদ্দেশে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরেন। 

সমাবেশে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীসহ সমর্থকরা।

সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে কয়েক লাখ ছাত্র ও তরুণের পাশাপাশি সাধারণ মানুষও যোগ দিয়েছেন এ সমাবেশে।

ইতোমধ্যে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় বিভিন্ন সেমিনার ও তরুণদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।