বাসস
  ২২ ডিসেম্বর ২০২৫, ২১:২৮
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ২১:৩০

ঢাকা-১০ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

সাবেক উপদেষ্টা ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অন্যতম নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ ঢাকা-১০ সংসদীয় আসন থেকে আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেন। ছবি: বাসস

ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৫ (বাসস): অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অন্যতম নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত ঢাকা-১০ সংসদীয় আসন থেকে আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আজ সকালে তিনি ধানমন্ডিতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আসিফ মাহমুদ বলেন, নির্বাচিত হলে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগাবেন।

তিনি বলেন, ‘এই অভিজ্ঞতা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। আমরা এখন শিখেছি কীভাবে সমস্যার সমাধান করতে হয় এবং কোন দপ্তর কোন কাজের জন্য দায়ী।’

তবে তিনি বলেন, নির্বাচন প্রচারণার সঙ্গে উল্লেখযোগ্য ঝুঁকি জড়িত থাকায় স্বাভাবিকভাবে প্রচারণা চালানো কঠিন হয়ে পড়েছে।

প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসিফ বলেন, ‘আমরা যদি অবাধে চলাফেরা করতে না পারি, তাহলে নির্বাচন প্রচারণায় বড় ধরনের পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই আমি মনে করি, শুধু আমি নই, যারা ঝুঁকির মধ্যে আছেন, তাদের সবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও গোয়েন্দা সংস্থাগুলোর সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া উচিত।’

বিভিন্ন গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার এবং নির্বাচন বানচাল করার চেষ্টা করছে দাবি করে তিনি বলেন, ‘তারা আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হতে দিতে চায় না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর এখন দেশের সামগ্রিক স্থিতিশীলতা, সার্বভৌমত্ব ও স্বাধীনতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে বিএনপি তাদের নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সুপ্রিম কোর্টের আইনজীবী জসিম উদ্দিন সরকারকে মনোনয়ন দিয়েছে।

এর আগে, গত ১২ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ ঘোষণা দেন যে তিনি ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োগশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন।

এরও আগে, ১০ ডিসেম্বর সন্ধ্যায় তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

দায়িত্ব পালনকালে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।