শিরোনাম

ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৫ (বাসস): ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলকুশা শাখা ও প্রধান কার্যালয়ের সাবেক পরিচালক, শীর্ষ কর্মকর্তা এবং একটি শিল্পপ্রতিষ্ঠানের মালিকসহ ৩১ জনের বিরুদ্ধে ৮১৩ কোটি ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। দুদকের উপ-পরিচালক আফরোজা হক খান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
দুদক জানায়, ন্যাশনাল ব্যাংকের দিলকুশা শাখার গ্রাহক প্রতিষ্ঠান মেসার্স মানহা প্রিকাস্ট টেকনোলজি লিমিটেড এর নামে গৃহীত বিপুল অঙ্কের ঋণ কাগুজে ও আচ্ছাদনকারী প্রতিষ্ঠান স্মার্ট ব্যাটারি টেকনোলজি লিমিটেড এর মাধ্যমে ব্যাংকের পরিচালনা পর্ষদ ও শীর্ষ কর্মকর্তাদের যোগসাজশে উদ্দেশ্য বহির্ভূত খাতে স্থানান্তর করা হয়। পরবর্তীতে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ওই অর্থ আত্মসাৎ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তদন্তে আরও উঠে আসে, অভিযুক্তরা জাল রেকর্ডপত্র প্রস্তুত ও ব্যবহার করে ঋণের অর্থের একটি বড় অংশ নগদ উত্তোলন দেখিয়ে লেয়ারিংয়ের মাধ্যমে পাচার করেন।
বর্তমানে সংশ্লিষ্ট ঋণে ব্যাংকের দেনা দাঁড়িয়েছে প্রায় ৬৪৭ কোটি ৬৮ লাখ টাকা।
মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক, ডিএমডি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপকসহ ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং মানহা প্রিকাস্ট টেকনোলজি লিমিটেডের পরিচালক ও সিইও।