বাসস
  ২৭ মে ২০২৫, ১৮:৪৮

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদের কর্মসূচি

ছবি : বাসস

ঢাকা, ২৭ মে, ২০২৫ (বাসস) : যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের লক্ষ্যে দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)। 

দিবসটি উপলক্ষে, বিএসপিপি নেতৃবৃন্দ ৩০ মে সকাল ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এ ছাড়া তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করবেন।

সংগঠনের পক্ষ থেকে ১ জুন সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখবেন।

বিএসপিপি নেতারা পরিষদের সকল সদস্যকে সময়মতো কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।