বাসস
  ২৬ মে ২০২৫, ২৩:৫৪
আপডেট : ২৬ মে ২০২৫, ২৩:৫৯

ঐক্যের ভিত্তিতে বৈষম্যহীন ন্যায্য শহর গড়ে তুলতে হবে : ডিএনসিসি প্রশাসক

ছবি : বাসস

ঢাকা, ২৬ মে, ২০২৫ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, সকল নাগরিকের অংশগ্রহণে ঐক্যের ভিত্তিতে ও সকলের প্রচেষ্টায় একটি বৈষম্যহীন ন্যায্য শহর গড়ে তুলতে হবে।

আজ সোমবার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সাইফ পাওয়ারটেক ২য় বিভাগ বাস্কেটবল টুর্নামেন্ট ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ২৪টি পার্কের মধ্যে বেশ কয়েকটিতে নারীদের হাঁটার জায়গা, শিশুদের খেলাধুলার জায়গা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য খেলার জায়গা এমনকি কয়েকটিতে পোষা প্রাণীদের নিয়ে সময় কাটানোর জায়গাও করে দেয়া হয়েছে।

তিনি বলেন, আমি দায়িত্ব পাওয়ার পর ইতোমধ্যে ৫টি নতুন পার্ক উদ্ধার করা হয়েছে। কিছুদিনের মধ্যে আরও ৭টি পার্ক উদ্ধার করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি এ সময় নারী ও পুরুষের অংশগ্রহণে এমন একটি টুর্নামেন্ট আয়োজনে আয়োজকদের ধন্যবাদ জানান।

সাইফ পাওয়ারটেক ২য় বিভাগ বাস্কেটবল টুর্নামেন্ট ২০২৫ এ পুরুষ বিভাগে রাডার বাস্কেটবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভেলোসিটি এরিনা ঢাকা। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় রাইডার্স ক্লাবের ইমদাদুল হক পিয়াস।

নারীদের বিভাগে ধূমকেতু ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হর্নেট বাস্কেটবল ক্লাব। সেরা খেলোয়াড় নির্বাচিত হন হর্নেট ক্লাবের রাত্রি আক্তার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানসহ বাস্কেটবল ফেডারেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।