শিরোনাম
ঢাকা, ২৬ মে, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রদলের কর্মশালা ও লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার রাজধানীর পূর্বাচলের একটি রিসোর্টে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক কর্মশালা ও লিডারশিপ প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিতের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।
কর্মশালায় বিএনপির রাষ্ট্র মেরামতের রূপরেখা, ছাত্র রাজনীতির ভবিষ্যৎ ভূমিকা, নেতৃত্ব গঠনের কৌশল এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় বক্তারা বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রাষ্ট্র কাঠামোর সংস্কার এখন সময়ের দাবি। সেই লক্ষ্যেই ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে কাজ করছে।’
এই কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।