বাসস
  ২৬ মে ২০২৫, ১৭:০২
আপডেট : ২৬ মে ২০২৫, ১৭:৩২

আজ রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ২৬ মে ২০২৫ (বাসস) : দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ সোমবার রাত সাড়ে আটটায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল করীর খান বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকের এজেন্ডায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের আলোচনা এবং সামগ্রিক পরিস্থিতির সম্পর্কে করণীয় নির্ধারণ প্রসঙ্গে পর্যালোচনার বিষয়টি গুরত্বের সঙ্গে রাখা হয়েছে। 

সূত্র আরও জানায়, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আন্দোলন, প্রশাসনের কেন্দ্রস্থল সচিবালয়ের উত্তপ্ত পরিস্থিতির বিষয়ে বৈঠকে আলোচনা ও পর্যলোচনা করা হবে।

এছাড়াও ভারতের সীমান্ত দিয়ে পুশইন অব্যাহত, চট্টগ্রামে ‘কেএনএফের’ ২০ হাজার ইউনিফর্ম জব্দের বিষয়টি বৈঠকে অবহিতকরণ করা হবে। পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বৈঠকে নিয়ম মাফিক পর্যালোচনা করা হবে বলে জানা গেছে।