শিরোনাম
ঢাকা, ২৬ মে, ২০২৫ (বাসস) : হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও তার স্ত্রী শাম্মী আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
দুদকের করা একটি আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের করা আবেদনে বলা হয়েছে, সৈয়দ সায়েদুল হক সুমন যিনি ব্যারিস্টার সুমন নামেই অধিক পরিচিত, তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। ব্যারিস্টার সুমন বা তার স্ত্রী দেশ ছেড়ে পালাতে পারেন এমন সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তারা স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন বলে অনুসন্ধান করার সময় জানা গেছে।
বিদেশে পালিয়ে গেলে বা সম্পদ হস্তান্তর করে ফেললে অনুসন্ধান কাজ ব্যহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলে সৈয়দ সায়েদুল হক সুমন ও তার স্ত্রী শাম্মী আক্তারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন জানিয়ে আবেদনটি করা হয়।
উল্লেখ্য, জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যাচেষ্টা ও হত্যাসহ বেশ কয়েকটি মামলায় এজাহারভুক্ত আসামি সুমন বর্তমানে কারাগারে আছেন।