শিরোনাম
ঢাকা, ২৫ মে ২০২৫ (বাসস) : রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন চেয়েছে বিএনপি নেতা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রতিষ্ঠিত ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।
আজ রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের এ কথা জানান এনডিপির চেয়ারম্যান কে এম আবু তাহের।
বৈঠকে শেষে এনডিপির চেয়ারম্যান বলেন, ইসির সঙ্গে আমাদের আলাপ হয়েছে। অতীতে আমরা নিবন্ধনের আবেদন করেছিলাম। স্বৈরাচার সরকার আমাদের নিবন্ধন দেয়নি, কি কি কারণে সেগুলো আমরা সিইসির কাছে খোলাসা করেছি। তিনি বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী আমাদের দলের মহাসচিব থাকার কারণেই মূলত দলের রেজিস্ট্রেশন দেয়নি। অথচ নির্বাচন কমিশনের যেসব ক্রাইটেরিয়া ছিল সমস্ত ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করে। তারপরও আমাদের নিবন্ধন দেয়া হয়নি।
আবু তাহের বলেন, ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে সারা বাংলাদেশে আমাদের সকল নেতা-কর্মী রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনে ছিল। এই বিষয়গুলো আমরা ইসিকে জানিয়েছি। তিনি বলেন, আমরা চাচ্ছি, এনডিপি যেহেতু একটি জাতীয় গণতান্ত্রিক দল, দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন সংগ্রামে করে আসছি। আমরা এখন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চাচ্ছি।
তিনি আরো বলেন, সিইসি আমাদের আলোচনায় সন্তুষ্ট হয়েছেন। উনারা বলেছেন, আইনের মধ্যে থেকে যতটুকু সম্ভব উনারা আমাদের সহযোগিতা করবেন। এনডিপির পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব আব্দুল্লাহ হারুন সোহেল।