বাসস
  ২৫ মে ২০২৫, ২০:১৭

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সোনালী লাইফ ইন্স্যুরেন্সে দুদকের অভিযান

ঢাকা, ২৫ মে, ২০২৫ (বাসস): সাধারণ গ্রাহকদের হয়রানি এবং নানাবিধ অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সংস্থার প্রধান কার্যালয় থেকে এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

এনফোর্সমেন্ট টিম ঘটনাস্থল পরিদর্শন করে উপস্থিত বিভিন্ন সেবাগ্রহীতার বক্তব্য গ্রহণ করে এবং গ্রাহক সেবা সহজীকরণে সংশ্লিষ্টদের পরামর্শ প্রদান করে। অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।

এদিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও অনিয়মসহ নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের ৩ সদস্যের এনফোর্সমেন্ট টিম পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করে।

টিম অভিযোগের বিষয়ে জানতে টিএইচও, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পুঠিয়া- এর সঙ্গে কথা বলে এবং সরেজমিন অভিযানকালে ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করে। অভিযানকালে রোগীদের কাছ থেকে প্যাথলজিক্যাল টেস্টের ফি বাবদ কিছু অস্বাক্ষরিত রশিদ পাওয়া যায়। এছাড়া রোগীদের কাছ থেকে প্রাপ্ত নানাবিধ অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য টিম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে পরামর্শ প্রদান করে। উপস্থিত সেবাগ্রহীতাগণ দুদকের এ অভিযানকে স্বাগত জানান। অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।

এছাড়া সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলাধীন হুড়াসাগর নদীর উপর সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের পাবনা সমন্বিত জেলা কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। এনফোর্সমেন্ট অভিযান পরিচালনাকালে দুদক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর নিরপেক্ষ প্রকৌশলী দ্বারা ওই সেতুর পরিমাপ গ্রহণ করা হয়। নিরপেক্ষ প্রকৌশলী কর্তৃক প্রস্তুতকৃত প্রতিবেদন প্রাপ্তি ও পর্যালোচনা সাপেক্ষে টিম কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।