বাসস
  ২৫ মে ২০২৫, ১৯:৪৪

ডিআরইউ’র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

ঢাকা, ২৫ মে, ২০২৫ (বাসস) : পেশাদার সাংবাদিকদের বৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল। 

রাজধানী ঢাকায় সকল গণমাধ্যমে কর্মরত রিপোর্টারদের অধিকার আদায়, পেশাগত উন্নতি আর মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৫ সালের ২৬ মে ডিআরইউ-এর জন্ম হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন শফিকুল কবির।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল সোমবার ডিআরইউ প্রাঙ্গণে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে-সকাল ১০টায় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন। সাড়ে ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন। এরপর বেলা ১১টায় বর্ণাঢ্য র‌্যালি। এ ছাড়া বেলা সাড়ে ১১টায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে। 

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিআরইউ সদস্য ও পরিবারের জন্য দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিআরইউ ক্যাম্পাস আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংগঠনের সকল সদস্যদেরকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ গ্রহণের আহ্বান জানিয়েছেন।