বাসস
  ২৫ মে ২০২৫, ১৯:৪২

ভুয়া ফেসবুক আইডি বন্ধে ডা. জাহাঙ্গীর কবিরের রিট

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৫ মে, ২০২৫ (বাসস) : সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ডা. জাহাঙ্গীর কবিরের নামে ভুয়া ফেসবুক আইডিসহ অবৈধ বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে।

আজ ডা. জাহাঙ্গীর কবিরের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তারিকুল ইসলাম এ রিট দায়ের করেন।

রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি চেয়ারম্যান, জাতীয় ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক (ডিজি), পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ফেসবুক এবং ফেসবুকের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।