শিরোনাম
ঢাকা, ২৫ মে, ২০২৫ (বাসস) : জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।
আজ রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আবু জাফর কাসেমী এ দাবি জানান। এ সময় অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আবু জাফর কাসেমী বলেন, 'আমরা নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছি। নির্বাচন কখন হবে কীভাবে হবে সেটা সরকারের বিষয়। বিগত ফ্যাসিস্ট সরকার যে তিনটি নির্বাচন করেছে আমরা সকলে জানি যে, দিনের ভোট রাতে হয়েছে। জনগণের ভোটের কোনো প্রতিফলন হয়নি। আমরা চাচ্ছি এ দেশের জনগণ নিজের ভোট যাতে দিতে পারেন। সৎ ও যোগ্য লোক নির্বাচিত হতে পারে। কমিশন যেন এই ব্যবস্থা করে।'
মাওলানা কাসেমী বলেন, আমাদের আরেকটি প্রস্তাব ছিল। তা হল- যে সরকার ক্ষমতায় আসে সেই সরকারই স্থানীয় সরকার নির্বাচনগুলো তাদের দলীয় লোকদেরকে পাস করানোর চেষ্টা করে। এজন্য আমাদের প্রস্তাব যে স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় তাহলে তৃণমূল থেকে সৎ ও যোগ্য লোক যারা দেশের সেবক হবেন তারা নির্বাচিত হতে পারবেন। এরপর যখন জাতীয় সংসদ নির্বাচন হবে সেখানেও সৎ ও যোগ্য লোক আসবে। এ জন্য আমাদের প্রস্তাব আগে স্থানীয় সরকার নির্বাচন করার।'
অন্যদিকে ইসির সাথে বৈঠকে তাদের দাখিলকৃত বাংলাদেশ খেলাফত আন্দোলনের কমিটিকে বৈধ হিসেবে অনুমোদন দেওয়ার জন্য আবেদন করা হয়।
সিইসির কাছে দলটির লিখিত আবেদনে বলা হয়, ‘বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ খেলাফত আন্দোলনের বৈধ কেন্দ্রীয় কমিটি বয়কট ঘোষণা করলেও পরাজিত বাদী পক্ষ এই অবৈধ কমিটি 'বট গাছ' প্রতীক ব্যবহার করে বিতর্কিত নির্বাচনে অংশ নিয়ে দেশের মধ্যে এক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করে। যাতে সংগঠনের নেতা কর্মীদেরকে ভীষণভাবে ক্ষুব্ধ করে এবং দেশের জনগণ ও ওলামায়ে কেরামের মাঝে দলের ভাবমূর্তি নষ্ট হয়। ইতিমধ্যে গতবছরের ৩১ আগস্ট দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিসে শুরায় মাওলানা আবু জাফর কাসেমীকে আমির ও মুফতি ফখরুল ইসলামকে মহাসচিব নির্বাচিত করা হয়।'
এ ছাড়া বাদী পক্ষ এ বিষয়ে দায়ের করা আপিল মামলাটি প্রত্যাহার করে নিয়েছে।
ইসির সাথে বৈঠকে দলটির মহাসচিব মুফতি ফখরুল ইসলামসহ ছয় সদস্যেরে প্রতিনিধি দল অংশ নেন।