বাসস
  ২৫ মে ২০২৫, ১৭:১২

চাকরির নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে ৪ ব্যক্তি গ্রেফতার

ঢাকা , ২৫ মে, ২০২৫ (বাসস) :  চাকরির নামে প্রতারণা ও বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে চারজন প্রতারককে শনিবার রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের একটি দল।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান আজ বাসসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চাকরি প্রদানের নামে প্রতারণা ও বিপুল অর্থ আত্মসাৎকারী একটি চক্রের চার সক্রিয় সদস্যকে গতকাল দুপুরে উত্তরার ৬নং সেক্টর থেকে গ্রেফতার করা হয়েছে। চক্রটি বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকস লিমিটেডের 'স্বপ্ন' সুপারশপের নাম, লোগো ও আউটলেটের ছবি ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে আসছিলো।

ডিসি তালেবুর রহমান আরো জানান, অনলাইন ও অফলাইন বিভিন্ন মাধ্যমে এসব প্রতারণামূলক বিজ্ঞপ্তি ছড়িয়ে তারা ইতোমধ্যেই সাধারণ চাকরি প্রার্থীদের কাছ থেকে মোবাইল ব্যাংকিং (বিকাশ ও নগদ) এর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারণার বিষয়টি স্বপ্ন সুপারশপ কর্তৃপক্ষের নজরে এলে তারা তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা দায়ের করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করে উত্তরা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 

তিনি বলেন, এ মামলায় অভিযুক্ত পলাতকদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

জনসাধারণকে এসব প্রতারক চক্রের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সাথে যেকোনো নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ভেরিফাইড প্ল্যাটফর্ম (যেমন: ফেসবুক, অফিশিয়াল ওয়েবসাইট, লিঙ্কডইন) বা নির্ভরযোগ্য উপায়ে যাচাই করে নিশ্চিত হওয়ার পরামর্শ দেন।