বাসস
  ২৪ মে ২০২৫, ২২:৪২

সরকারি প্রতিষ্ঠানে শ্রম আইন অনুযায়ী সকল সুযোগ-সুবিধা প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করতে হবে : জোনায়েদ সাকি

ছবি : ভিডিও থেকে নেওয়া

ঢাকা, ২৪ মে, ২০২৫ (বাসস) : গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সরকারি প্রতিষ্ঠানে শ্রম আইন অনুযায়ী সকল সুযোগ-সুবিধা প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করতে হবে।

আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন আয়োজিত সমাবেশে সংহতি জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এসব কথা বলেন।

তিনি বলেন, নারীদের মাতৃত্বকালীন ছুটি, উৎসব ভাতা, সুনির্দিষ্ট কর্মঘণ্টা নিশ্চিত করতে হবে। চাকুরির নিশ্চিতয়তা প্রদানের জন্য নিয়োগপত্র দিতে হবে।

সমাবেশে সংহতি জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সরকারি কলেজের বেসরকারিভাবে কর্মরতরা শ্রমিক নাকি কর্মচারী। নাগরিক হিসেবে সরকারি প্রতিষ্ঠানে বছরের পর বছর শ্রম দিয়ে যাচ্ছেন কিন্তু তাদের নির্দিষ্ট কোনো বেতন কাঠামো নেই। তাদের চাকুরি বিধি নেই, নেই কোনো কর্মঘণ্টা, কোনো সুযোগ সুবিধাহীনভাবে দিনের পর দিন তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন। 

তিনি আরও বলেন, যদি এইসব প্রতিষ্ঠানে নিয়োগ হয় তাহলে যারা বেসরকারিভাবে কর্মরত আছেন তাদের বয়স শিথিল করে নিয়োগে অগ্রাধিকার দিতে হবে।

সমাবেশ শেষে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করে স্মারকলিপি প্রদান করা হয়। সমাবেশে আরও বক্তব্য রাখেন- সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের আহ্বায়ক এহসানুল কবীর, সদস্যসচিব রুহুল আমীন হাওলাদার প্রমুখ।