বাসস
  ২৪ মে ২০২৫, ১৬:২৭

গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখতে হবে: এ্যানি

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে এক অনুষ্ঠানে বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বক্তব্য দেন। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ২৫ মে, ২০২৫ (বাসস): বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে দেশে-বিদেশে গভীর ষড়যন্ত্র চলছে। গণতন্ত্রের বিরুদ্ধে এই ষড়যন্ত্রকারীদের রুখতে হবে।

জেলার সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পূর্ব সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর জয়পুর ইউনিয়নের দক্ষিণ মাগুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ড ভিত্তিক নেতা নির্বাচনের ভোট গ্রহণ পরিদর্শন শেষে আয়োজিত সভায় তিনি আজ একথা বলেন।

এ্যানি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ধারাবাহিকভাবে চললে গণতন্ত্রের ভিত শক্তিশালী হয়, এতে সকলের গণতান্ত্রিক অধিকার সুরক্ষা ও প্রতিষ্ঠিত হয়। দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া যেন প্রতিষ্ঠিত না হয়, সেজন্য একটি গোষ্ঠী তৎপর রয়েছে। তাই, সবাইকে সজাগ ও সতর্ক  থাকতে হবে, কোন ষড়যন্ত্রই যেন আমাদের এই যাত্রা রুখতে না পারে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা পালিয়েছে। কিন্তু শেখ হাসিনার সঙ্গে সবাই পালিয়ে যায়নি। কিন্তু তাদের এখনও গ্রেফতার করতে পারেনি। হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। গুম-খুন ও নির্যাতন চালিয়ে দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল এই স্বৈরাচারী সরকার। কিন্তু শেষ রক্ষা হয়নি। 

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরো বলেন, জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন আমাদের টার্গেট। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা বসে নাই। বর্তমান সরকারকে আন্দোলন সংগ্রামের পর আমরাই বসিয়েছে। এ সরকার আমাদেরই সরকার। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতেই এই সরকার চলছে। আমরা সরকারকে সহযোগিতা করছি। প্রত্যেক উপদেষ্টাকে সতর্ক হতে হবে। আপনারা যদি সতর্ক না হন, দ্রুত হাসিনার বিচারের ব্যবস্থা যদি না হয়, দৃশ্যমান না হয়, ত্বরান্বিত যদি না হয়, তাহলে দেশের মানুষ খুব কষ্ট পাবে, বিপদে পড়বে।

তিনি আরো বলেন, বিচারের পাশাপাশি নির্বাচনও করতে হবে। এক দিকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে, আরেক দিকে দ্রুত সংস্কার করতে হবে।

এ্যানি বলেন, খুনের বিচার খুব জরুরি। খুব দ্রুত সময়ের মধ্যে খুনিদের বিচার হতে হবে। হাসিনার দোসরদের বিচার হতে হবে। হাসিনার বিচার হতে হবে। আমরা তাড়াতাড়ি দৃশ্যমান বিচার দেখতে চাই। দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে বিএনপি যে দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, এ দায়িত্বের ভিত্তিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আমরা শক্তিশালী করবো। আগামীর বাংলাদেশটা অনেক সুন্দর হবে। সবাই মিলে আগামীর বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখবো, এদেশে শক্তিশালী হবে। শক্তিশালীর মধ্য দিয়ে আমাদের ঐক্যকে সুদৃঢ় রাখবে।

এ সময়ে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপি’র সদস্য হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র আহ্বায়ক বেলাল হোসেন ও দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার প্রমুখ।