বাসস
  ২৩ মে ২০২৫, ১৭:৩৯

রাজধানীতে ৫৬ কেজি গাঁজাসহ ২জন গ্রেফতার 

ঢাকা, ২৩ মে, ২০২৫ (বাসস) : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২) মাদক বিরোধী অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকা থেকে ৫৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। 

এছাড়া পৃথক অভিযানে নগরীর আগারগাঁও এলাকা থেকে ৮৩০ পিচ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব। 

সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

গতকাল বিকালে রাজধানীর মাতুয়াইল এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ মেহেরুন্নেসা পান্তি (২৫) ও মো. সোহেল রানাকে (৩০) এবং আগারগাঁও এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. সুমন মিয়াকে (৩৮) ৮৩০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।  

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।