শিরোনাম
ঢাকা, ২২ মে, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী আন্দোলনে রামপুরা থানার মামলার আসামি আওয়ামী লীগ নেতা ডা. খন্দকার রাহাত হোসেনকে (৫৭) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ উত্তরা এয়ারপোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ডা. খন্দকার রাহাত হোসেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।