বাসস
  ২২ মে ২০২৫, ১০:৫১
আপডেট : ২২ মে ২০২৫, ১১:২৫

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাসাসের যৌথসভা

ছবি : বাসস

ঢাকা, ২২ মে, ২০২৫ (বাসস): শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাত বার্ষিকী ৩০ মে উপলক্ষে যৌথসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস।

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের ৫ম তলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর কার্যালয়ে এই যৌথসভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের দফতরের দায়িত্বেপ্রাপ্ত মো. মিজানুর রহমান প্রেরিত বার্তায় আজ এ কথা বলা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি'র অন্যতম সদস্য ও জাসাস কেন্দ্রীয় কমিটি'র আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান এবং সঞ্চালনা করেন জাসাস কেন্দ্রীয় কমিটি'র সদস্য সচিব জাকির হোসেন রোকন।

সভায় উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়করা, সদস্যরা, জাসাস ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়করা এবং জাসাস ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহহ্বায়ক প্রমুখ। উল্লেখিত নেতাদের উপস্থিতিতে সভায় বেশ কিছু সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।

সিদ্ধান্তগুলো হলো-শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৩০ মে সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর শেরে বাংলা নগরে অবস্থিত মাজারে দোয়া ও পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন এবং তবারক বিতরণ (সময় ও স্থান পরে জানানো হবে) করা হবে।

শহীদ জিয়ার কর্মময় জীবনীর উপর আগামী ৩১ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালার ৫ নম্বর গ্যালারিতে আলোচিত্র প্রদর্শনী করা হবে।

যৌথসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর মহানগর, জেলা, উপজেলা, পৌরসভাসমূহসহ সকল ইউনিটকে যথাযথ মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী পালনের আহ্বান জানানো হয়েছে ।