শিরোনাম
ময়মনসিংহ, ২১ মে, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যার নাম শুনে ও চেহারা দেখে বিএনপি’র প্রতি সহানুভূতি ও আস্থাশীল ব্যক্তিরা বিরক্ত বা হতাশ হন, এমন কাউকে দলে নেওয়া উচিত হবে না।
তিনি আজ বুধবার ময়মনসিংহ শহরের টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে বিএনপি’র সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জাতীয়তাবাদী দলের ময়মনসিংহ বিভাগীয় কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিএনপি’র কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সদস্য নবায়ন কমিটির সদস্য সচিব এম. রশিদুজ্জামান মিল্লাত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
‘স্থানীয় সরকারের যেসব স্তর রয়েছে, সেগুলোর নির্বাচনের মধ্যদিয়ে রাষ্ট্রক্ষমতার পরিবর্তন করা যায় না’ উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ‘এসব প্রতিষ্ঠানের ক্ষমতা সংবিধান বা আইন পরিবর্তনের পর্যায়ে নয়। তাই, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একমাত্র মাধ্যম হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। কারণ, জাতীয় সংসদই আইন প্রণয়ন ও পরিবর্তন করে এবং সংবিধান সংশোধন করতে পারে।’
বিএনপি’র ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলার আহ্বায়ক অধ্যাপক এনায়েতুল্লাহ কালাম, মহানগর বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম এবং সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন বক্তৃতা করেন।
বিএনপি’র সর্বোচ্চ নীতি-নির্ধারণী বডি ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির সদস্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা এন আই খান বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের মাধ্যমে শত-শত মানুষের জীবনের বিনিময়ে এবং লাখ-লাখ মানুষ জেল-জুলুম সহ্য করে যে পরিবর্তনের ক্ষেত্র প্রস্তুত করেছিল, তারই সফল পরিণতি ঘটে ৩৬ জুলাই (প্রতীকী অর্থে) ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে। ওইদিন ফ্যাসিবাদের পতন ঘটে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।
তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি সরকার লজ্জাজনকভাবে পলায়ন করেছে। তবে, যার জন্য এই পরিবর্তন, সেই গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। এটি সম্ভব হবে কেবল জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে।’
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ প্রস্তাবের কথা উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা ক্ষমতার ভারসাম্য আনতে চাই-শুধু প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে নয়। বরং বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ, সংসদ, প্রশাসন, কেন্দ্রীয় সরকার, স্থানীয় সরকার সবক্ষেত্রেই ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে।’