বাসস
  ২১ মে ২০২৫, ১৬:১০

সাবেক এমপি শম্ভুর স্ত্রীর চারটি সঞ্চয়পত্র অবরুদ্ধ

সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। ফাইল ছবি

ঢাকা, ২১ মে, ২০২৫ (বাসস) : বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের চারটি সঞ্চয়পত্র ও একটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

দুদক-এর আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ  তথ্য জানান।

আবেদনে বলা হয়েছে, ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের নামে অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। 
সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি মাধবী দেবনাথের নামে অর্জিত অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক। আদালত এই আবেদন মঞ্জুর করে আদেশ দেন।