শিরোনাম
সিলেট, ২০ মে, ২০২৫ (বাসস) : সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় তিন পুলিশ সদস্যসহ সাক্ষ্য দিয়েছেন সাত জন। আজ মঙ্গলবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে এই সাক্ষ্য দেন তাঁরা।
একইদিন সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্যগ্রহণ থাকলেও কোনো সাক্ষী আদালতে উপস্থিত হননি। এই কারণে রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করলে আদালত মামলা দুটির সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন আগামী ২৭ মে।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আবুল হোসেন।
তিনি জানান, কিবরিয়া হত্যা মামলায় আজ তিন পুলিশ সদস্যসহ সাতজন সাক্ষ্য দিয়েছেন। সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলায় কোনো সাক্ষী না আসায় আদালতের কাছে সময় চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যেরবাজারে এক জনসভা শেষে বের হওয়ার সময় গ্রেনেড হামলায় আহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। ওই হামলায় তাঁর ভাতিজা শাহ মঞ্জুরুল হুদাসহ আরও চারজন নিহত হন এবং অন্তত ৭০ জন আহত হন। এই মামলায় ১৭৩ সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত প্রায় ৮০ জন সাক্ষ্য দিয়েছেন।