শিরোনাম
ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস) : ঢাকায় অবস্থিত ইতালিয়ান দূতাবাস জানিয়েছে, তারা ২০২৫ সালের জন্য পারিবারিক পুনর্মিলন ভিসা আবেদনগুলো অগ্রাধিকারের ভিত্তিতে প্রক্রিয়া সম্পন্ন করছে।
দূতাবাস জানায়, প্রযোজ্য আইনের অধীনে নির্ধারিত সময়সীমার মধ্যে এই ধরনের আবেদনগুলো নিষ্পত্তি করার জন্য ভিসা অফিস পারিবারিক ভিসা নিয়ে নিরন্তর কাজ করছে।
আবেদনকারীদের প্রশ্নের আনুষ্ঠানিক জবাবে, দূতাবাস নিশ্চিত করেছে যে, তারা ২০২৪ সালের অপেক্ষমাণ আবেদনগুলোও মোকাবেলা করছে, কালানুক্রমিক ও বিষয় ভিত্তিক অগ্রাধিকারের মানদণ্ড প্রয়োগ করছে, বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের সাথে সম্পর্কিত জরুরি আবেদনগুলো ও মানবিক পরিস্থিতি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
দূতাবাস আরো জানিয়েছে, বিচারিক রায় এবং আইনি বিবেচনার কারণে ভিসা অফিস আরো কিছু ফাইলকে অগ্রাধিকার দিচ্ছে।
আবেদনকারীদের ধৈর্য ধরতে এবং মনোনীত ভিসা পরিষেবা প্রদানকারী ভিএফএস গ্লোবাল -এর মাধ্যমে আরও আপডেট পাওয়ার জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস ইতালির অভিবাসন বিধিমালা এবং আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ ভিসা আবেদনের স্বচ্ছতা ও আইনানুগ প্রক্রিয়া নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।